খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭: এবার শাকিব খানের ঈদ কেটেছে লন্ডনে। ‘চালবাজ’ সিনেমার শুটিং করতে গিয়ে সেখানে ঈদ কাটিয়েছেন নায়ক। এরই মধ্যে ঢাকায় ফিরেছেন তিনি। বুধবার রাতে এফবিসিসিআই এর পরিচালক ও রেডিও ধ্বনির কর্ণধার রাশিদুল হোসাইন চৌধুরী রনি বাসায় ডিনার করেছেন এই সুপারস্টার।
বৃহস্পতিবার সকালে রাশিদুল হোসাইন সেই ডিনারের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার পরিবারে অনেক ভালো কিছু সময় কাটালাম’।
পোস্টের ছবিগুলোতে শাকিব খানকে দেখা যাচ্ছে রনি চৌধুরীর পরিবারের সাথে।
চালবাজ’ ছবির শুটিংয়ের জন্য গত ১৯শে জুন লন্ডন পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। পরদিন থেকেই কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে শুটিংয়ে অংশ নেয়ার কথা থাকলেও তা হয়নি। আটকে যায় সিনেমার শুটিং।
এদিকে ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের দুই ছবি— নবাব ও রাজনীতি। দুই সিনেমার নায়িকা যথাক্রমে শুভশ্রী গাঙ্গুলি ও অপু বিশ্বাস। সিনেমা হল কাঁপাচ্ছে ‘নবাব’।