খােলা বাজার২৪।। রবিবার, ৯জুলাই, ২০১৭: গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শেষে ৪০ দিন পর খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস খোলার প্রথম দিনেই শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
ঈদের আগে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয় ক্যাম্পাস। এর জেরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়। বন্ধ ঘোষণা করা হয় ক্যাম্পাস।
বর্তমানে ওই মামলার ৪২ জন শিক্ষার্থী জামিনে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যেসব শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে।
শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলাটির রাষ্ট্র বাদী হওয়ায় তা প্রত্যাহারের কোন সুযোগ নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাস আবারও মুখর শিক্ষার্থীদের পদচারণায়। সকাল থেকেই বিভিন্ন বিভাগে শুরু হয়েছে ক্লাস-পরীক্ষা। ইনডিপেন্ডেন্ট টিভি