খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪জুলাই, ২০১৭: ইন্টারনেট ছাড়া বর্তমান পৃথিবী অচল। এক মূহুর্ত চলার উপায় নেই ইন্টারনেট ছাড়া। হবে নাই বা কেন। ইনটারনেটের সহায়তায় ঘরে বসেই সারা বিশ্বের খবরাখবর জানা যাচ্ছে।
তবে এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। যুক্তরাষ্ট্রের মতো অত্যাধুনিক রাষ্ট্রও এর থেকে মুক্ত নয়। আরো আশ্চর্যের বিষয় হলো, যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী বিভিন্নভাবে নীপিড়নের শিকার হচ্ছেন।
মার্কিন গবেষণাকারী প্রতিষ্ঠান পিউ সেন্টার রিসার্চের এক গবেষণায় এমন তথ্য পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৪১ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী বিভ্রান্তির শিকার।
অর্থাৎ ৫ জনের মধ্যে ১ জন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারের সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। এর মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমে আইডি হ্যাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের যৌন হয়রানি, মৃত্যুর হুমকি ছাড়াও আরো অনেক বিভ্রান্তি।
বিভিন্নভাবে অপমানের মুখে পতিত হচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। এর বিপরীতে কিছুই করতে পারছেন না তারা। এমনকি তাদের ব্যক্তিগত ব্যাপারেও হস্তক্ষেপ করা হচ্ছে।
সামগ্রিকভাবে এই হয়রানিমূলক আচরণ বন্ধের কর্মকা- গ্রহণ করা হলেও কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন না ইন্টারনেট ব্যবহারকারীরা। ফক্স নিউজ