Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

em

খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: গণজাগরণের মুখপাত্র খ্যাত ডা. ইমরান এইচ সরকার রবিবার একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। ছাত্রলীগের ইট-পাটকেল ও জুতা নিক্ষেপের পর ইমরান তার ফেসবুকে লিখেছেন,

‘আদালত চত্বরে আমাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা হয়েছে। আদালতেও যদি হামলা হয় তাহলে আদালতের প্রতি মানুষ কিভাবে শ্রদ্ধা জানাবে?’

এর কিছুক্ষণ পর তিনি আরো লিখেছেন,

‘আদালতেও যখন পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা লাঠিসোটা, অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে তখন এই দেশটাকে আর কোনোভাবেই সভ্য দেশ বলা যায় না। এই দেশটা এখন মাস্তান, সন্ত্রাসী আর ছিনতাইকারীদের অভয়ারণ্য।’

সর্বশেষ ইমরান তার ফেসবুকে লিখেছেন,

‘এই চোর ডাকাতরা ক্ষমতায় থাকবে, লুটপাট করবে, ধর্ষণ করবে, খুন করবে কিন্তু কিছুই বলা যাবে না। প্রতিবাদ করলে মামলা করবে, আদালতে গেলে সন্ত্রাসী হামলা করবে। খুন-ধর্ষণ-হত্যা, হামলা-মামলা সবখানেই এখন স্লোগান ‘জ্য় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ছি! আমরা কি এই দেশ চেয়েছিলাম?’