
খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
মঙ্গলবার বেলা ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বক্তব্য তুলে ধরবেন। এতে দলের সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন।