খােলা বাজার২৪।। বুধবার, ১৯ জুলাই, ২০১৭: কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি-নাজিম উদ্দিনঃ পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর কারনে জন জীবন আজ অতিষ্ঠ। প্রকৃকিরও এ এক আজব লীলা প্রখর রোদ এবং ভ্যাপসা গরম। তাই বিদ্যুৎ-এর ভয়াবহ লোডশেডিং-এ স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনসহ ব্যবসায়ীদের বৈদ্যুতিক কার্যক্রম ও গরমের ভয়াবহতায় সাধারন লোকজন চরম দুর্ভোগের শিকার। তবে পল্লী বিদ্যুৎ অফিসের দাবী দিনাজপুর-পার্বতীপুর বড়পুকুরিয়া সাব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ায় পুরো রংপুর ডিভিশনে এ অবস্থা চলছে বেশকিছুদিন থেকে। পল্লী বিদ্যুত সমিতির কিশোরগঞ্জ উপজেলা সাব জোনাল অফিস সুত্রে জানা গেছে, এ অঞ্চলে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার গ্রাহককের প্রতিদিন ৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু এ উপজেলার জন্য বিদ্যুৎ এর যোগান পাওয়া যায় ৪ থেকে ৫ মেগাওয়াট পর্যন্ত।গত দুইদিন থেকে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড় পুকুরিয়া সাব বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ গত এক সপ্তাহ থেকে ২৪ ঘন্টার মধ্যে ৪ থেকে ৫ ঘন্টা বিদ্যুৎ পাওয়া গেলেও গত দুদিন ধরে সেটুকুও পাওয়া যাচ্ছে না। সকাল হতে রাত পর্যন্ত চলে বিদ্যুতের নাটকীয় যাওয়া আসা। এছাড়া গভীর রাতে তিন থেকে চার ঘন্টা বিদ্যুৎ থাকে না। ছোট বাচ্চাদের নিয়ে কিযে দুর্ভোগ তা বলে বুঝানো সম্ভব নয়। কিছু সময়ের জন্য আসে আবার চলে যায়। সন্ধাকালীন সময় স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র/ছাত্রীরা বিদ্যুতের লোডশেডিং এর কারনে ঠিক মতো পড়ালেখা করতে পারছেনা।পড়ালেখার এই ভাবে ব্যাঘাত ঘটায় তারা বহুগুন পিছিয়ে পড়ছে।পাশাপাশি ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। ইলেক্ট্রিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় ব্যবসা গুটিয়ে বাড়ী ফিরতে হবে বেচাকেনা একদম নাই। বিদ্যুৎ না থাকলে তো স্বাভাবিক ভাবেই মানুষ ইলেক্ট্রিক জাত পন্য ক্রয় করে না। নীলফামারী জেলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষকে একাধিক বার অভিযোগ করলেও কোন সুফল হয়নি বলে এলাকাবাসীর দাবী।এভাবে বিদ্যুতের লোডশেডিং চলতে থাকলে খুব শীঘ্রই ব্যবসায়ী মহলসহ সাধারন মানুষ পল্লী বিদ্যুৎ অফিস ঘেড়াও সহ মানব বন্ধন কর্মসুচী হাতে নিতে পারে বলে সুধীজনের ধারনা।
অস্বাভাবিক লোডশেডিং এর ব্যাপারে পল্লীবিদ্যুৎ সমিতি কিশোরগঞ্জ সাব-জোনাল অফিসের এ,জি,এম কালাম এর সাথে কথা বললে তিনি জানান দুইদিন থেকে লোডশেডিং বেশী হচ্ছে।তিনি আরও বলেন শুধু কিশোরগঞ্জ নয় গোটা রংপুর ডিভিশনেই এ রকম হচ্ছ। এর কারন সম্পর্কে জানতে চাইলে বলেন পার্বতী পুর বড়পুকুরিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি জনিত কারনে এ সমস্যা হচ্ছে। তবে কাজ চলছে দু’একদিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।।
বিঃদ্রঃ বিদ্যুৎ-এর লোডশেডিং এর কোন সুফল না পাওয়া গেলে,আবারও নিউজ হবে।।