খােলা বাজার২৪।। বুধবার,১৬ আগস্ট, ২০১৭: শিবপুর উপজেলার সাধারচর ও বাঘাব ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শেখ মজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী -৩ শিবপুরের সাবেক এম পি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছিহুল গনি সরকার স্বপন, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার খান নিপুন, শিবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূইয়া প্রমুখ। সর্বশেষে বঙ্গবন্ধু ও পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।