Tue. Sep 16th, 2025
Advertisements

ryadখােলা বাজার২৪।। রবিবার, ২০ আগস্ট, ২০১৭: সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের পর এবার ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলার আমন্ত্রণ পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র পেতে আবেদন করেছেন রিয়াদ।

সব কিছু ঠিক থাকলে শুক্রবার জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নামবেন রিয়াদ। প্রথম ম্যাচ খেলবেন সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে। এ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলছেন সাকিব আল হাসানও।

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলার আমন্ত্রণ পাওয়ার বিষয়ে মাহমুদউল্লাহ বলেন, এটা আমার জন্য বড় সুযোগ। একাদশে থাকার সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব।