Tue. Oct 14th, 2025
Advertisements

326a21e3bea0046d33a9e58894555f55-599a649c0a86bখােলা বাজার২৪।। সোমবার, ২১ আগস্ট, ২০১৭: জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনার ভক্তদের জন্য এফ৩ মডেলের নতুন সংস্করণের ফোন বাজারে আনছে অপো বাংলাদেশ। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপো এফ৩ ‘এফসি বার্সেলোনা লিমিটেড এডিশন’ ফোনটিতে উদ্ভাবনী ফিচার ও নকশায় বিশেষত্ব থাকবে।
এ ফোনটি লাল ও সোনালি রঙে পাওয়া যাবে। ফোনের পেছনে সোনালি ছাপে এফসি বার্সেলোনার লোগো বসানো থাকবে। এতে বিশেষ ওয়ালপেপার থাকবে। অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, ‘লিমিটেড এডিশন বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পেরে গর্বিত। এতে গ্রাহকদের আনন্দকে আরও বাড়বে।’ মিডরেঞ্জ ক্যাটাগরির ফোন এফ৩-এর ফিচার হচ্ছে এর সেলফি।এফ৩-এ রয়েছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। একটি সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ও গ্রুপ সেলফি তোলার জন্য একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

ফিচার
স্ক্রিন সাইজ: ৫.৫ ইঞ্চি
রেজল্যুশন: এফএইচডি (১৯২০ বাই ১০৮০ পিক্সেল)
টাচ প্যানেল/টাইপ: ২.৫ডি কর্নিং গরিলা গ্লাস ৫
রিয়ার ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল, ডুয়েল পিডিএএফ, f/ ২.২
ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: (ওয়াইড অ্যাঙ্গেল): ৮ মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল
রিয়ার ফ্ল্যাশ: এলইডি ফ্ল্যাশ
রিয়ার ক্যামেরা: ১৩ এমপি
অপারেটিং সিস্টেম: কালার ওএস ৩, অ্যান্ড্রয়েড ৬.০।
প্রসেসর: অক্টাকোর ১.৫ গিগাহার্টজ
জিপিইউ: মালি ৮৬
র‍্যাম: ৪ জিবি
স্টোরেজ : ৬৪ জিবি (১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি সাপোর্ট)
ব্যাটারি: ৩২০০ এমএএইচ
সিমকার্ড টাইপ: ডুয়েল সিম ন্যানো-সিম, ৪ জি