Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

high_court1

খােলা বাজার২৪।। বুধবার, ২৩ আগস্ট, ২০১৭: রাজধানীতে শব্দ দূষণ রোধে যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে হাইড্রোলিক হর্ন আমদানি এবং বাজারে যেসব হাইড্রোলিক হর্ন আছে সেগুলো জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন।

রিটে বলা হয়, শব্দ দূষণের সৃষ্টি করে এমন কোনো যন্ত্র যানবাহনে ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে।