Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

দুঃসময়ে ভারত আমাদের পাশেই থাকে : ওবায়দুল কাদেরখােলা বাজার২৪।।বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ’৭১-এ ভারত আমাদের পাশে ছিল এখনো আছে। যেকোনো দুঃসময়ে ভারত আমাদের সঙ্গেই থাকে।‘

আজ বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালংয়ে ভারত সরকারের দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারত যেন মিয়ানমারকে চাপ প্রয়োগ করে তাদের নাগরিকদের ফেরত নিয়ে যেতে। মিয়ানমার সরকারের মনোভাব গতিবিধি আমরা এখনো পরিষ্কার বুঝতে পারছি না। তবে বিশ্ব জনমত জোরদার হচ্ছে যে রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নাগরিক, তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আমরা খুব আশাবাদী। কারণ জাতিসংঘে বিশ্ব নেতাদের বক্তব্য শুনে আমরা খুব আশাবাদী।’

আগামী কাল থেকে সেনাবাহিনী এসব এলাকায় কাজ শুরু করবে বলে জানান মন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা অরুন্ধতী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।