Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kkখােলা বাজার২৪।। শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭: বিখ্যাত বলিউড সুন্দরী সানিয়া মির্জার বায়োপিকে প্রথম পছন্দ। সানিয়ার ঘনিষ্ঠ বন্ধু তিনি। নেহা ধুপিয়ার টিভি শো ‘নো ফিল্টার নেহা’ সাম্প্রতিককালে বেশ সাড়া ফেলে দিয়েছে। কোনও ‘ফিল্টার’ ছাড়াই সেলেবরা ধরা দিচ্ছেন নেহা ধুপিয়ার জনপ্রিয় টিভি শো-তে। কিছুদিন আগেই এই শো-তে এসেছিলেন পরিণীতি চোপড়া। সেখানেই সম্পূর্ণ আনকাট অবস্থায় ধরা দিয়েছেন বলিউডের ‘ইশকজাদে’ গার্ল পরিণীতি। নেহা-পরিণীতির এই শোয়েই চলে এসেছেন সানিয়া মির্জা। কীভাবে?

নেহার সঙ্গে কথোপকথনে সানিয়ার সঙ্গে নিজের সম্পর্কের কথা খোলসা করে বলেন পরিণীতি। বলিউড ও টেনিস দুনিয়ার দুই সুন্দরী আসলে ‘বিএফএফ’-‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’। কীভাবে বন্ধুত্বের সহজ সম্পর্কে গড়াল দুই সুন্দরীর পরিচয়। সেটাও এক গল্প। কোনও এক সময় এক ইন্টারভিউতে হায়দরাবাদি-গার্ল বলেছিলেন, ‘যদি আমার বায়োপিক হয়, তাহলে পরিণীতিচোপড়া একজন পারফেক্ট চয়েস হবে।’

তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও এক টুর্নামেন্টে খেলছিলেন সানিয়া। সেখানেই তখন ছুটি কাটাচ্ছিলেন পরিণীতি। সেখানেই রাত ২টো থেকে ৩টের মধ্যে কোনও এক সময় সানিয়া ফোন করেন পরিণীতিকে। ফোন করে বলেন, ‘‘সানিয়া মির্জা বলছি। তুমি হয়তো জান গতকাল এক সাক্ষাৎকারে বলেছি, তুমিই আমার বায়োপিকের জন্য ঠিক চয়েস। আগামীকাল সকালে প্রত্যেক খবরের কাগজের প্রথম পাতার খবরে ছাপা হবে এই খবর। তাই আমি ভেবেছিলাম, তোমাকে জানানোটা আমার দায়িত্ব।’’

কেন পরিণীতিকে হঠাৎ পছন্দ হল সানিয়ার? প্রিয়ঙ্কার চোপড়ার বোনের সাফ জবাব, ‘‘সানিয়াই আমাকে বলেছিল, আমাদের দুইজনকে অনেকটা এক দেখতে। তাছাড়া আমাদের বিশাল বক্ষদেশের যথেষ্ট মিল রয়েছে। এর জবাবে আমি কেবল বলেছিলাম, ‘থ্যাঙ্কস বন্ধু।’’ সেই থেকেই পরিণীতির সঙ্গে সানিয়ার বন্ধুত্বের সম্পর্ক অটুট। সানিয়া-পরিণীতির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়, দুই সুন্দরীই এই বন্ধুত্বের সম্পর্ক বেশ উপভোগ করছেন।