Tue. Oct 14th, 2025
Advertisements

 

PirThak-500x350খােলা বাজার২৪।। শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মোবইল চুরির অপবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লিয়ন (১২) নামে এক এতিম ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছ মাদ্রাসার সুপার। বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিয়ন উপজেলার বীরহলী এতিমখানা মাদ্রাসার ছাত্র।
ওই ছাত্রের মায়ের অভিযোগ, বুধবার বিকেলে মাদ্রাসার পার্শে¦র রাস্তায় লিয়ন একটি মোবাইল কুড়িয়ে পায়।

এ খবর পেয়ে মাদ্রাসার অপর এক ছাত্র তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইলটি হাতিয়ে নেয়। পরে জানা জানি হলে বীরহলী এতিমখানা মাদ্রাসার সুপার আবুল বাশার মোবাইল চুরির অপরাধে ঐ দিন মাগরিবের নামাজের আগে লাঠি দিয়ে লিয়নকে বেদম পেটায়। এতে সে গুরুতর জখম হয়। ভয়ে ঐ রাতে লিয়ন মাদ্রাসা পিছনে রাত কাটায়। পরদিন বৃহস্পতিবার মাদ্রাসার কয়েকজন ছাত্র তাকে পৌর শহরের গুয়াগাঁও মহল্লায় তার নানার বাড়িতে পৌছে দেয়। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।উল্লেখ্য, সুপার আবুল বাসার কারণে-অকারণে এতিমখানার শিক্ষার্থীদের নির্যাতন করে থাকে। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, ঐ শিক্ষককে আটকের জন্য অভিযান চলছে।
উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ্ জানান, বিষয়টি জানার পর ওসি কে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।