খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: গত কয়েক বছর ধরে ভারতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এর সর্বশেষ সংযোজন ফুটসাল লিগ। ফুটসাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এফএআই) এই লিগের আয়োজক। এতে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ছয়টি দল। ইনডোরের এই প্রতিযোগিতায় প্রতি দলে পাঁচজন করে ফুটবলার খেলে থাকেন। এর মাঝে একজন থাকেন মার্কি বা আইকন খেলোয়াড়।
ফুটবলের এমনই এক আয়োজনে কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো-ডেকোদের সঙ্গে একই মঞ্চে দেখা মিলল বলিউড অভিনেত্রী সানি লিওনের। ভারতীয় ফুটবলের জনপ্রিয় এই টুর্নামেন্টের দল কেরালা কোবরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন সানি লিওন। একই সঙ্গে দলটির অন্যতম মালিকও তিনি। অন্যদিকে ফুটসালের দল গোয়ার হয়ে ফুটবল খেলতে ভারতে রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ও পর্তুগালের সাবেক তারকা ফুটবলার ডেকো।
ফুটসালের এবারের আসরের উদ্বোধন মুম্বাইয়ে হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে। সেখানেই হাজির হয়েছিলেন সানি লিওন। ম্যাচ শুরুর আগে তিনি নিজেও খানিকক্ষণ ফুটবল খেলেছেন। এমনকি ফুটবলে সানির শট করার একটি মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিন সানি লিওনের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্বামী ড্যানিয়েলও।
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফুটসালের এই আসরে রোনালদিনহো, ডেকো ছাড়াও খেলছেন পল স্কোলস, মিশেল সালঅগাডোর মত তারকারা। খেলার মাঝে রোনালদিনহো ও ডেকোকে দেখা গেল ফ্রেমবন্দী হতে। গত আসরেও অংশ নেওয়া রোনালদিনহো বেশ উপভোগ করছেন ফুটসাল। খেলার মাঝে প্রায় সময়ই দর্শকদের কাছে গিয়ে মজা করছিলেন দু’বার ফিফার বর্ষসেরা পুরস্কার জেতা রোনালদিনহো।
গত বছর প্রথমবারের মত মাঠে গড়ায় ফুটসাল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। ছয় দলের প্রিমিয়ার ফুটসালের প্রথম আসরে বিভিন্ন দলের হয়ে খেলছিলেন কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো, রায়ান গিগস, পল শলস, হারনান ক্রেসপো, ফ্যালকাও এবং রোনালদিনহো। এবারও ফুটসালে উপস্থিতি ছিল তারকা সব ফুটবলারদের। আর গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হলেও ফুটসালের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে।
যদিও এ লিগ নিয়ে খুশি নয় ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। তারা স্থানীয় ফুটবলারদের এই লিগ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। তবে ফুটসাল আয়োজকরা বলছেন, এটা একটি প্রাইভেট লিগ, তাই ভারতীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থার অনুমোদন নেয়ার প্রয়োজন হবে না। পর্তুগীজ ফুটবল লিজেন্ড লুইস ফিগো ফুটসাল লিগের সভাপতি এবং ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি এর শুভেচ্ছাদূত।