Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খােলা বাজার২৪।। সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭: আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যে না আসলে ইতিহাসের ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এ সময় চালের মূল্য সীমাহীন বৃদ্ধি পাওয়ায় দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলেও দাবি করেন তিনি।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ সংস্কৃতি দল আয়োজিত চাল ও শিশু খাদ্য সহ নিত্য পণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, ‘১০ টাকায় চাল খাওযানোর কথা বলে এখন ৭০ টাকার বেশি দামে চাল কিনতে হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চাল কিনে খেতে পারছে না। নীরব দুর্ভিক্ষ চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে দুর্ভিক্ষ শুরু হয় বলে দাবি করেন তিনি। শেখ মুজিবের সময় থেকে তার সূচনা হয়।’

এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘নিউইয়র্কে বসে আপনি যেসব কথা বলছেন, তাতে আমরা লজ্জিত। আপনার পিতার মতো আপনিও দেশের মানুষের নিরাপত্তা ও অধিকার দিতে ব্যর্থ।’

দুদু বলেন আসুন, ‘আলোচনা করুন। সহায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। নয়তো আপনি যে আন্দোলনের শিকার হবেন, তা এদেশের মানুষ ইতিহাসে দেখেনি।’

এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে হয় কূটনৈতিক আর নয়তো সামরিক পদক্ষেপ গ্রহণের কথা বলেন বিএনপির এই নেতা।