খােলা বাজার২৪।। সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭: ১ম ওল্ড ঢাকা গার্লস সায়েন্স ফেস্টিভাল ২০১৭-তে পৃষ্ঠপোষকতা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিগণ ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব শাহাজাদা বসুনিয়া, এজেন্ট ব্যাংকিং এন্ড মোবাইল ব্যাংকিং প্রধান জনাব আলী নাহিদ খান, বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস সুলতানা জাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন ।