Tue. Oct 14th, 2025
Advertisements

12খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭: এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে স্বাগতিক কাতারকে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিক কাতারের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

গতকাল রবিবার রাতে দোহার গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পাননি বাংলাদেশের কিশোররা।

তবে প্রথমার্ধের পর ৭০ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কর্নারে অনেকটা লাফিয়ে উঠে নেওয়া দীপক রায়ের হেডে বল ঢুকে প্রতিপক্ষের জালে। এর ঠিক ১১ মিনিট পর গোলের ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্বল শট নিয়ন্ত্রণে নিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরোয়ার্ড ফয়সাল।

অবশেষে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।