Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

e81ea5192ea5d27b907a1e9db8abd72d-59ca087100ee3খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭: অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে ভারতের বিপক্ষে ৩-৪ গোলে অবিস্মরণীয় জয়ে শুরু বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়। টানা দুই জয়ের পর শিরোপা জয়ের সুবাতাস পেতে শুরু করে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে গতকাল বর্তমান চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে ২-১ গোলের হারই বদলে দিয়েছে সমীকরণ।

বাংলাদেশের সামনে এখনো ভালোভাবেই রয়েছে শিরোপা জয়ের হাতছানি। এ ক্ষেত্রে আগামীকাল শেষ ম্যাচে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। বাংলাদেশের সমীকরণটা এখন এমন: শেষ ম্যাচে বাংলাদেশকে জিততে হবে ভুটানের বিপক্ষে। আর নেপালকে হারতে হবে ভারতের কাছে। যে ভারতকে হারিয়ে বাংলাদেশের শুরু, এখন তাদের সহযোগিতা দরকার। অবশ্য নেপাল-ভারত ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ জিতলেই চ্যাম্পিয়ন। আবার বাংলাদেশও যদি ড্র করে, নেপাল-ভারত ম্যাচও যদি ড্র হয়, তাহলে বাংলাদেশের শিরোপা জয়ের আশা শেষ হয়ে যাবে।

শেষ মুহূর্তে শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করায় পাঁচ জাতি টুর্নামেন্ট হচ্ছে লিগ ভিত্তিতে। মালদ্বীপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশসহ অন্য চারটি দলের সামনেই খোলা আছে চ্যাম্পিয়ন হওয়ার পথ। তিন ম্যাচ শেষে চার দলের পয়েন্টই সমান ৬। এ কারণে সমীকরণ একটু জটিল। নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে মুখোমুখি লড়াইয়ের হিসাব ধরা হবে। সেখানেও সমতা থাকলে তখন দেখা হবে গোল ব্যবধান। মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে এগিয়ে আছে, আবার নেপালের বিপক্ষে আছে পিছিয়ে।

ফলে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে ড্র বাংলাদেশের জন্য সুখকর কিছু হবে না। প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক ভুটানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভারত। বাংলাদেশ ভুটানকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখুক। পরের ম্যাচে নেপাল না জিতলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন। ভুটানকে হারিয়ে পুরো বাংলাদেশ দল যে ভারতের সবচেয়ে বড় সমর্থক বনে যাবে, তাতে কোনো সন্দেহ নেই!

দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
ভারত +৩
বাংলাদেশ +২
নেপাল +২
ভুটান −১
মালদ্বীপ −৬