Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খােলা বাজার২৪।। বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭: দীর্ঘ ২২ বছর পর সরকারি কোনো সফরে দেশের বাইরে নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। আজ কোরিয়াতে অনুষ্ঠেয় ‘১২তম মাইগ্রেন্টস অ্যারিরাং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করার উদ্দেশ্যে একটি দলের সঙ্গে গতকাল রাতেই কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

আগামী ২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর এই ফেস্টিভ্যালে মৌসহ আরও ৭জন নৃত্যশিল্পী পারফর্ম করবেন বলে জানা গেছে।
মৌ ছাড়া আরও যারা পারফর্ম করবেন তারা হচ্ছেন ফারহানা চৌধুরী বেলী, ফারহানা খান, হেনা হোসেইন, সুপ্রিয়া শবনম প্রতিভা, আব্দুর রশীদ স্বপন, লতিফুর রহমান ফারুকী ও ওয়াহিদুদ্দিন নাঈম।

সাদিয়া ইসলাম মৌ বলেন,‘ বিয়ের পর আসলে সংসার, সন্তান নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে, সরকারি সফরে অংশগ্রহণের প্রস্তাব এলেও সম্মতি জানাতে পারিনি। দীর্ঘদিন পর সরকারি সফরে দেশের বাইরে একটি উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছি। বিষয়টি অবশ্যই অনেক আনন্দের, উচ্ছ্বাসের। সবচেয়ে ভালোলাগা এই যে, আমরা ৮ জনের একটি দল একসঙ্গে যাচ্ছি। দেশের বাইরে সরকারি সফরে একজন নৃত্যশিল্পীর পারফর্মেন্সে অংশ নেওয়া গর্বেরও বিষয় বটে। আশা করছি অনেক ভালোলাগার স্মৃতিজাগানিয়া একটি সফর হবে এটি।’