Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22007498_286456181761347_6898435121385030249_n

খােলা বাজার২৪।। বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭: ঢাক-ঢোল সানাই বাজিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা বা দুর্গোৎসব। উৎসবের আনন্দে মেতে উঠছে শিশু কিশোর ছেলে ও মেয়েরা সবাই। এর মধ্যে চলিতেছে মন্ডপে মন্ডপে প্রতিমার আরতি ও নৃত্য প্রতিযোগিতার আসর। আর উৎসবকে মাতিয়ে তোলতে সনাতন ধর্মাবলম্বীদের চলছে পূজার কেনাকাটা। পূজার সময় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই নতুন পোশাক পড়ে মন্ডপে মন্ডপে ঘুরে বেড়াতে দেখা যায়। এসময় ধনী গরিব সবারই মনে বঞ্চনা থেকে পূজায় নতুন পোশাক পরিধান করে। আর পূজাকে ঘিরে অন্য সময়ের চেয়ে আরও ব্যস্ত হয়ে পড়ে পোশাক-আশাকের দোকানেরগুলো। ঠাকুরগাঁও শহরের কাপড় ও গার্মেন্টস দোকানগুলোতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, অন্য সময়ের চেয়ে দোকানগুলো ভিড় দেখা যাচ্ছে ক্রেতার, ব্যস্ত সময় পারছেন দোকানের কর্মচারীরা। তবে কাপড়ের দোকানগুলোর থেকে বেশি ভিড় দেখাচ্ছে গার্মেন্টস দোকানে। শহরের বাজারের সন্তোষ বস্ত্রালয় এর মালিক সন্তোষ আগরওয়ালা জানান, আমাদের দোকানের ছেলেদের প্যান্ট, শার্ট, মেয়েদের থ্রি-পিচ, বাহারি রকমের শাড়ীর চাহিদা বেশি। গেঞ্জির চাহিদাই বেশি। তবে পূজো যত ঘনিয়ে আসবে, ততই আমাদের বেচাকেনা আরো বাড়বে।

প্যান্ট শার্ট কিনতে আসা তপু দে বলেন, আমি ২৬০০ টাকা দিয়ে থাই প্যান্টের পিচ কিনলাম। দাম বিষয়ে তপু বলেন, আপাতত দাম নাগালের মধ্যেই আছে।
সরেজমিনে দেখা যায়, কয়েকটি পূজা মন্ডপে ঘুরে দেখা যায় যেমন- হলপাড়া, ঘোষপাড়া, গোয়ালপাড়া, আশ্রমপাড়া, শান্তিনগর, রামজিৎ গোবিন্দনগর, ঠাুকরগাঁও রোড সহ শহরের গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে পূজার উৎসব মেলা। মেলায় ছোট ছোট ছেলেমেয়েদের বাহারি রকম খেলনা, হরেক রকমের মাটির পুতুল, বিভিন্ন ধরনের খেলনার গাড়ী সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস যেগুলো কেনাকাটায় বাজারে উপচে পড়া ভীর লক্ষ্য করা যায়।
তেমনি পূজা মন্ডপ কেন্দ্রীয় শ্রী শ্রী রাম মন্দির, গোধূলী বাজারের পূজা পরিচালনা সভাপতি সংকর মন্ডল ও সাধারণ সম্পাদক উত্তম রায় জানান, এবারের পূজা উদযাপন ভালই হচ্ছে। আশা করি দশমি পর্যন্ত প্রশাসনের সহায়তায় পূজার কাজ ভালমত সম্পন্ন হবে। দূর্গা পূজা কমিটির সভাপতি চন্দন দত্ত, সাধারণ সম্পাদক দিপক শর্মা বলেন, অন্যবারের ন্যায় এবারেও পূজার কাজ খুব ভালই চলছে। তাই ঠাকুরগাঁও বাসীকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা পরিচালনা কমিটিদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।