খােলা বাজার২৪।।শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭: মিয়ানমারে রাষ্ট্রীয় দমন-পীড়নে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের ত্রাণ চট্টগ্রামে এসে পৌঁছেছে।
শুক্রবার সকালে দ্বিতীয় দফা ত্রাণ নিয়ে একটি উড়োজাহাজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডিএফআইডির লজিস্টিকস অফিসার মার্ক কুইন ও চট্টগ্রামে আইওএমের অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স অ্যাসিসটেন্ট মাসুদুর রহমান খান।
সংশ্লিষ্টরা জানান, যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) পক্ষ থেকে পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে এক হাজার ৪৭৮ শেল্টার কিট, ২০ হাজার কম্বল এবং সাড়ে ১০ হাজার স্লিপিং ম্যাট রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় যুক্তরাজ্যের ডিএফআইডির পক্ষ থেকে ৯৮ টন ত্রাণ সামগ্রী চট্টগ্রামে এসে পৌঁছায়।