Wed. Sep 17th, 2025
Advertisements

5রবিবার, ১ অক্টোবর ২০১৭: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার থাইয়ংখালী রোহিঙ্গা ক্যাম্পে কুয়েত সরকারের দেওয়া ত্রাণ বিতরণ করেছেন।

এ সময় অর্থমন্ত্রী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ওপর চলা নির্যাতনের কথা শোনেন।

আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের সে দেশে নিরাপদ জোন তৈরি করে তাদেরকে ফেরত নিতে হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী পরে থাইয়ংখালী রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন কার্যক্রম ও সেনাবাহিনী পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

এর আগে মন্ত্রী উখিয়া ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ত্রাণ ব্যবস্থাপনার কাজে বিভিন্ন পরামর্শ দেন।

এ সময় অন্যদের মধ্যে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানসহ সেনা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।