Tue. Oct 14th, 2025
Advertisements

sk_59416_1506939580

খােলা বাজার২৪।।সোমবার, ২ অক্টোবর ২০১৭: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

সোমবার এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, অসুস্থতার কারণ দেখিয়ে প্রধান বিচারপতি এক মাসের ছুটির আবেদন করেছেন। মঙ্গলবার থেকে তিনি আপিল বিভাগে বসবেন না।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওহাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

৮ সেপ্টেম্বর রাতে অসুস্থ মেয়েকে দেখতে কানাডায় যান প্রধান বিচারপতি এসকে সিনহা। সেখান থেকে তিনি একটি সম্মেলনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর জাপানে যান।

গত ২৩ সেপ্টেম্বর রাতে কানাডা ও জাপান সফর শেষে দেশে ফেরেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সরকার ঘোষিত ছুটি এবং সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি মিলিয়ে গত ২৭ আগস্ট থেকে বন্ধ রয়েছে সুপ্রিম কোর্ট।

দীর্ঘ ছুটির পর আগামীকাল মঙ্গলবার তার কোর্টে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু এরআগেই ছুটির আবেদন করলেন তিনি।