Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১৩ই অক্টোবর, ২০১৭: ইউলিয়া ভানতুরের সঙ্গে গাটছড়া বাঁধার কথা ছিল তার। কিন্তু, রুমানিয়ান মডেলের সঙ্গে এখনও সাতপাক ঘোরেননি তিনি। সালমান খান যতই ইউলিয়াকে সঙ্গে নিয়ে এখানে সেখানে যান না কেন, বিয়ে নিয়ে সালমানের মনোভাব বোঝা দায়। আর এর মধ্যেই সালমান কি বললেন জানেন?

বরুণ ধাওয়ানের জুড়ুয়া টু উপলক্ষে সম্প্রতি সালমানের সঙ্গে দেখা করেন ডেভিড ধাওয়ানরা। আর সেখানে সালমান প্রকাশ্যে বলেন, ‘ম্যারেজ বহুত বুরি হোতি হ্যায়(বিয়ে খুব খারাপ জিনিস)। বেশ মজা করে বিষয়টি বললেও বলিউড ভাইজানের ওই মন্তব্য সামনে আসার পর থেকেই ফের জল্পনা শুরু হয়েছে।

ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, টাইগার জিন্দা হ্যায় এর শুটিংয়ের জন্য বর্তমানে ব্যস্ত সালমান খান। ওই সিনেমার শুটিং শুরু হতেই ফের কাছাকাছি আসতে শুরু করেছেন সালমান, ক্যাটরিনা। যা নিয়ে সংবাদমাধ্যমে বেশ জল্পনাও শুরু হয়। কিন্তু, টাইগার জিন্দা হ্যায় এর শুটিংয়ে তাদের নিয়ে জল্পনা হলেও, এ বিষয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন সালমান খান।