Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।।শনিবার, ১৪ই অক্টোবর, ২০১৭: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়তির অভিযোগে ৪ শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

আটক ৪ জনের মধ্যে আল ইমরান, নূরে-ই আরিফ কে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্র থেকে আটক করা হয়। এছাড়া লালমাটিয়া ও বদরুন্নেসা কলেজ কেন্দ্র থেকে আরো দু’জনকে আটক করা হয়। তবে তাদের নাম এখনো জানা যায়নি।

নূর-ই-আরিফ জানান, ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর বলে দেয়ার জন্য তার সাথে ৭ লাখ টাকা চুক্তি হয়েছিল একজনের সাথে।

ইমরা জানান, তার সাথেও আড়াই লাখ টাকা চুক্তি হয়েছিল অন্য আরেকজনের।

প্রক্টর অফিস সুত্রে জানা যায়, এই শিক্ষার্থীরা ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করছিলো। সেখানকার পরীক্ষকরা তাদেরকে আটক করে।

আটকদের ভ্রাম্যম্যাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-ই-ইলাহী ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দেন। এসময় তাদেরকে শাহবাগ থানা পুলিশ নিয়ে যায়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান কার্জন হলে কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। প্রশ্নের মানে কোনো সমস্যা নেই। নিরাপত্তার ব্যাপারে আমরা জোর দিয়েছি।
image-id-659163
ঢাবি ভর্তি পরীক্ষায় ৭ লাখ টাকা চুক্তি, আটক ৪
image-id-659082
ভর্তি পরীক্ষা: ঢাবিতে জালিয়াতির দায়ে ১২ জনের কারাদণ্ড
image-id-659024
জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
image-id-658995
পবিপ্রবিতে কর্মীকে মারধর করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার