Mon. Oct 13th, 2025
Advertisements

খােলা বাজার২৪।।সোমবার, ১৬ই অক্টোবর, ২০১৭: কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যের ট্রাক্টর ‘সোনালিকা অল রাউন্ডার ৫৫’ বাজারে এনেছে এসিআই মটরস।

শনিবার রাজধানীর এসিআই লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ট্রাক্টরের উদ্বোধন করা হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ট্রাক্টরটিতে ৫৫ হর্স পাওয়ার এবং চার সিলিন্ডার বিশিষ্ট শক্তিশালী ইঞ্জিন রয়েছে।

এসিআই এগ্রিবিজনেসের ম্যানেজিং ডিরেক্টর এফ এইচ আনসারী, এসিআই মটরসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, ভারতের ইন্টারন্যাশনাল ট্রাক্টর ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার সুনিল সন্ধিসহ প্রতিষ্ঠানটিরর অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।