Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।।সোমবার, ১৬ই অক্টোবর, ২০১৭: প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৮ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৫ ও ২০১৬ সালের জন্য তাদের মনোনীত করেছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন মেডিক্যাল কলেজের দুইজন শিক্ষার্থীও রয়েছে। সম্প্রতি ইউজিসি’র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তালিকা ইউজিসির কাছে পাঠানো হয়েছিলো। সেখান থেকে ১৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।’

২০১৫ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- আরবি বিভাগের ইসাছিন আল মাসুম, আইন বিভাগের মো. নূরুল হুদা, অর্থনীতি বিভাগের মনিরা পারভীন কনা, পদার্থ বিজ্ঞান বিভাগের ইহ্তিশাম ক্বাবিদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের লুবাতুল আরবিয়া, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শাহনাজ আক্তার, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শামীম রেজা, এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের পূজা দেবী, মেডিক্যাল কলেজের জোহরা আক্তার।

২০১৬ সালের স্বর্ণ পদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন, আরবি বিভাগের এইচ. এম মুহিব্বুল্লাহ, আইন বিভাগের বনশ্রী রাণী, সমাজবিজ্ঞান বিভাগের কোহিনুর খাতুন, ফার্মেসি বিভাগের আনিকা নুসরাত, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মো. সিফাত রাহী, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. সাগর হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জাকিয়া জিনাত চৌধুরী, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তাজমিনা খাতুন ও মেডিক্যাল কলেজের মুহতারিমা-নূর-ই-হাসীন প্রধান।