Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ শেখ রাসেল হলের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবনির্মিত শহীদ শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া রাশেদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক তপন কুমার জোয়ার্দার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ, ইরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যপক ড. জাহাঙ্গীর হোসেন, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত শেষে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিনের কেক কাটা হয়।