Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহসপতিবার, ১৯অক্টোবর, ২০১৭: ৫০ বছরে পা রাখা বলিউড অভিনেত্রী, তিনি মাধুরী দীক্ষিত। এবার মারাঠি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। যদিও এখনো নাম ঠিক করেননি নির্মাতা তেজস প্রভু বিজয়। দেবশ্রী শিবাদেকরের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছে তিনি।

জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে হাস্যরসাত্মক বিষয়ও থাকবে বলে জানা গেছে। নতুন কাজ নিয়ে মাধুরী বলেন, এটি আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা তারপর এতে ইতিবাচক কিছু বিষয় রয়েছে। এটি আপনাকে শুধু আশা ও প্রেরণা দিবে তা নয়, সত্যিকার অর্থে বেঁচে থাকার সাহসও যোগাবে। সিনেমাটি বেছে নেয়ার সবচেয়ে বড় কারণ এর মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া যাবে।

চলতি বছরের শেষে সিনেমার কাজ শুরু হবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন ব্লু মাসটাঙ্গ ক্রিয়েশনের অশোক সুবেদার ও আরতি সুবেদার।