Sun. Oct 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২২ অক্টোবর ২০১৭: কথায় আছে ফ্রি পাইলে লোকে জুতার কালিও নাকি খেতে চায়। কিন্তু সবসময় ফ্রি বিপদের কারণ হতে পারে ফ্রি-তে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে সাবধান! এর ফলে যে কোন সময় ফাঁস হয়ে যেতে পারে আপনার গোপন তথ্য। হ্যাকার হানায় আপনার ফোন, ল্যাপটপ ইত্যাদী চলে যেতে পারে অন্যের জিম্মায়।

ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করার ক্ষেত্রে বিপদ অনেক। ফলে খুব সহজেই হ্যাকাররা হামলা চালাতে পারবে। সহজেই কারো ক্রেডিট কার্ডের তথ্য, ব্যাংকের তথ্য, পাসওয়ার্ড, চ্যাট মেসেজ, ইমেল প্রভৃতি সামনে চলে আসবে।

সেক্ষেত্রে এয়ারপোর্ট, স্টেশনে ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের ক্ষেত্রে সতর্কও করেছেন বিশেষজ্ঞারা।

তারা জানিয়েছেন, খুব প্রয়োজন না থাকলে এই স্থান গুলিতে ওয়াই-ফাই ব্যবহার না করাই ভালো। বাড়ির ওয়াই-ফাইয়ের ক্ষেত্রে এসএসআইডি ডেসেবেল করে রাখার যুক্তি দিয়েছেন বিশেষজ্ঞারা।

তাদের যুক্তি এর ফলে হ্যাকারদের নজরে পড়বে না কারও ওয়াই-ফাই।