Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খালেদা-সুষমা বৈঠক রাতেখােলা বাজার২৪। রবিবার, ২২ অক্টোবর ২০১৭: দুই দিনের সফরে রোববার ঢাকা এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন।

রোববার রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে বিএনপি নেত্রীর সঙ্গে এই বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ থাকবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে রোববার রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন সুষমা স্বরাজ। বিশেষ বিমানে দুপুর ২টায় ঢাকা পৌঁছাবেন সুষমা স্বরাজ। তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।