খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭: মো: রাসেল মিয়া: নরসিংদীতে এলাহি ইলেকট্রনিকস্ এর প্রাপ্ত ওপেনিং স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান স্যামসাং এর ব্যবস্থাপক মিঃ চুংচুমুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাহি ইলেকট্রনিকস্ এর প্রাপ্ত ওপেনিং স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স’র উদ্বোধন করেন। আজ বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে এলাহি ম্যানশনে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিক্স এর আনুষ্ঠানিক শুভযাত্রা শুরু হয়। এলাহি ম্যানশনের স্বত্বাধিকারী সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মঞ্জুর এলাহি’র সভাপতিত্বে অনাড়ম্বর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অবঃ নূর মোহাম্মদ শিকদার, নরসিংদী কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ (এন.সি.সি.আই)’র সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহ্রিয়ার, সাধারন সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক ও নরসিংদী জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।