খােলা বাজার২৪। শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭: সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ২৯ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে শীর্ষ অবস্থানে ছিল লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ২ হাজার ৮৪৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩২ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন করেছে এই ১০ কোম্পানি। শতাংশের দিক থেকে এটি হলো ২৯ দশমিক ২২ শতাংশ।
dse
সূত্র মতে, শীর্ষে আসা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের দখলে ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ দশমিক ৩৮ শতাংশ।
এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ সময়ে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪১ শতাংশ ছিল এ কোম্পানির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ১২৫ কোটি ৬১ লাখ টাকার। দর বেড়েছে ৬ দশমিক ১৩ শতাংশ।
তৃতীয় অবস্থানে থাকা বিবিএস ক্যাবলসের দখলে ছিল ৩ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ১০০ কোটি ৮৯ লাখ টাকার। দর বেড়েছে দশমিক ২২ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস ৩ দশমিক ৩৩ শতাংশ, গ্রামীনফোন ৩ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ২ দশমিক ৪৮ শতাংশ, আইডিএলসি ২ দশমিক ৩২ শতাংশ, রংপুর ফাউন্ডিরি ২ দশমিক ২৫ শতাংশ,এক্সিম ব্যাংক ১ দশমিক ৬৭ শতাংশ এবং উত্তরা লিমিটেডের ১ দশমিক ৬৩ শতাংশ।