Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১ নভেম্বর, ২০১৭: জিয়া সেনা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যাবসায়ী আবদুর রহমান তপন বলেছেন, সারা জীবন মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের কল্যাণে কাজ করার মাঝে যে আনন্দ তা অন্য কোথাও নাই।

 

বুধবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে আবদুর রহমান তপনের ৬১তম জন্মবার্ষিকী ও আরট ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া সেনা কেন্দ্রীয় কমিটি আয়োজিত সভায় তিনি এসকল কথা বলেন।

 

জিয়া সেনা সাধারণ সম্পাদক মুহম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি যুগ্ম মহাসচিব আল আমিন ভুইয়া রিপন, ন্যাপ মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, রংপুর জেলা সমন্বয়কারী রেজাউল করিম রিবন, কল্যাণ পার্টি নগর সদস্য সৈয়দ মাসুদ আলম, এইচ.এম জাফর আলী, এস এম সালেহ আহমেদ কাঞ্চন, রিপন হাওলাদার, রাশেদুজ্জামান বাবু, মিজান ভুইয়া, রিয়াজ মাহমুদ, মিজানুর রহমান প্রমুখ।