Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭: ক্রিকেটে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে গুরু মানেন পেসার তাসকিন আহমেদ। বিয়ে করতে গিয়ে গুরুকে বাবার আসনে বসিয়ে দিলেন তিনি।

বিয়েতে তাসকিনের উকিল বাবা হয়েছিলেন মাশরাফিই।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই বিয়ে পিঁড়িতে বসেন তাসকিন।   মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তাসকিনের স্ত্রীর নাম সৈয়দা রাবেয়া নাঈমা। তিনি ঢাকার মোহাম্মদপুরের জৈনপুরের পীর সৈয়দ এ এন এম মাহবুবুর রহমান ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার সুপার সৈয়দা শামসুন নাহার বিলকিসের তৃতীয় কন্যা।   রাবেয়া নাঈমা রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। একই ইউনিভার্সিটিতে তাসকিন আহমেদও অধ্যয়নরত।

হুট করে বিয়ের বিষয়ে তাসকিন জানান, খেলায় আরও ফোকাস বাড়ানোর জন্য, জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেয়ার জন্য বিয়েটা করে ফেলেছি।   আর সবচেয়ে বড় কথা আল্লাহর হুমুক হয়েছে সেজন্যই হয়ে গেছে।

দেশবাসীকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। এবং আগের মতো যেন খেলার মাঠে ফিরে আসতে পারি সেজন্যও দোয়া করবেন।