Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শনিবার, ৪ নভেম্বর, ২০১৭:সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শনিবার গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম আবদুর রহমান বিশ্বাসের রুহের মাগফোরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেছেন, তাঁর একজন সৎ-মেধাবী রাজনৈতিক ব্যাক্তিত্ব আজকের সমাজেখুবই বিরল।

তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র, গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান জাতির শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে গণতন্ত্রকে সুসংহত করতে এবং সংবিধানের ধারাবাহিকতারক্ষা করতে অদম্য সাহসী ভূমিকা পালন করেছিলেন। ১৯৯৬ সালে একটি সেনা ক্যু ঠেকিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। যা দেশের গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তি আজীবন স্মরণ করবে।

নেতৃদ্বয় বলেন, আমাদের রাজনীতিবিদরা, রাষ্ট্র শেষ জীবনে আবদুর রহমান বিশ্বাসকে যথাযথ সম্মান দিতে ব্যর্থ হলেও দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার সুরক্ষায় তিনি যে অবদান রেখেছেন তা গোটা জাতি চিরদিন শ্রদ্ধার সাথেস্মরণ করব।

আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক আনছার রহমান শিকদার ও অধ্যক্ষ নজরুল ইসলাম, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক মতিয়ারা চৌধুরী মিনু, বাংলাদেশ যুব ন্যাপ সমন্বয়কারী বাহাদুর শামিম আহমেদ পিন্টু ও যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল কাউছারী, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল ও যুগ্ম সমন্বয়কারী গোলাম মোস্তাকিন ভুইয়া।

শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন আবদুর রহমান বিশ্বাস। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত আবদুর রহমান বিশ্বাস ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।