যুবক হত্যার দায়ে একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন
খােলা বাজার২৪। সোমবার,৬ নভেম্বর, ২০১৭: গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জের ধরে যুবক হত্যার দায়ে একজনকে ফাঁসির দণ্ডাদেশ ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার সকালে গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। একই সঙ্গে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা ও অপর দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন বরিশাল জেলার কোতোয়ালি থানার পলাশপুর গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে আল আমিন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন গাজীপুরের টঙ্গীর মনকুন টেকপাড়া এলাকার আজগরের ছেলে রকি ওরফে রাকিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শাহাপুর গ্রামের ফজু মিয়ার ছেলে কাকন ওরফে কালন।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত থাকলেও ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী।