খােলা বাজার২৪। সোমবার,৬ নভেম্বর, ২০১৭: যুক্তরাষ্ট্রের ডেনভার ও কলোরাডোর বাটারফ্লাই নেটওয়ার্কের প্রধান মেডিকেল ভাস্কুলার (রক্তনালী) সার্জন অফিসার ডা. জন মার্টিন ডেনভার নিজের আইফোন ব্যবহার করেই ক্যান্সার নির্ণয় করতে সক্ষম হয়েছেন। বাটারফ্লাই নেটওয়ার্ক কোম্পানী সম্প্রতি একটি আল্ট্রাসাউন্ড ডিভাইস তৈরি করছে, যা একটি আইফোন এর সাথে সংযুক্ত করে মানবদেহের ক্যান্সার সনাক্ত করতে সক্ষম । তারা মেশিনটির নাম দিয়েছে বাটারফ্লাই আইকিউ । মেশিনটি ইতিমধ্যেই পরীক্ষা করে দেখা হয়েছে। ডা. মার্টিন বলেন,‘ আমি জানতাম মেশিনটি অবশ্যই কাজ করবে। ’
ডা. মার্টিন তার গলাতে টিউমারের মত একটু ফুলা অনুভব করায় তিনি সেই জায়গাটা স্ক্যান করার জন্য ডিভাইসটি ব্যবহার করেন। ফলাফলে মেটাস্ট্যাটিক ক্যান্সার ধরা পরে। ৪০ বছরের একজন বিশেষজ্ঞ ডায়াগনস্টিক হিসাবে তিনি নিশ্চিত ছিলেন যে আবিস্কারটি ভালো কাজ করবে। তারপরও তিনি একজন প্রযুক্তিবিদের কাছ থেকে আরো নিশ্চিত করতে তাকে পরীক্ষা করার অনুরোধ জানান।
ডেইলি মেইলকে তিনি বলেন, আমি আমার ঘাড়ে টিউমার অনুভব করে তা পরীক্ষা করার জন্য অনেক অধ্যায়ন করে এই প্রযুক্তির সাথে ডিভাইস যুক্ত করি। এই আলট্্রাসাউন্ড সিস্টেমের মাধ্যমে মানব দেহের যে কোনো ক্যান্সার নির্ণয় করা যাবে বলে দাবী করেন ডা. জন মার্টিন ডেনভার। ইন্ডিপেন্ডেন্ট