Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭: দেশের পুঁজিবাজারে গেল বছর ৯ মার্চ সংযোজন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোবাইল অ্যাপ। এই অ্যাপ চালুর পর মোবাইলে লেনদেন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে।

ডিএসইর তথ্যানুযায়ী বুধবার পর্যন্ত মোবাইলে লেনদেন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ২২ হাজার ২২০ জনে উন্নীত হয়েছে। আজও উভয় পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে তিন কার্যদিবস ধরে পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী অব্যাহত রয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেনেও উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৭৬৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২১ কোটি ৯ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১০১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।