Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১২ নভেম্বর, ২০১৭: চেয়ারে ১০০ গ্যাস বেলুন বেধে আকাশে প্রায় ২৪ কিলোমিটার পথ পাড়ি দিলেন ৩৮ বছর বয়সী টম মার্গার নামের এক ব্রিটিশ নাগরিক।

এতে সময় লেগেছে দুই ঘণ্টা। দক্ষিণ আফ্রিকার জনাসবার্গের একটি হীলিয়াম বেলুনের সাহায্যে প্রায় সাড়ে ৮ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম হন তিনি। টম বলেন, এই ভ্রমণটা ছিল সম্পূর্ণ ভিন্ন আমেজের। উড্ডয়মান অবস্থায় নিচের দৃশ্য ছিল বিস্ময়কর।

২০০৮ সালে ব্রিস্টল এ ‘লাফ এন্ড এডভান্টারিস্টস’ এর সৌজন্যে গ্যাস বেলুনে আকাশে উড়তে গিয়ে দক্ষিণ আমেরিকার এক ধর্ম যাজক ‘আদেলির অ্যান্টনিও দে কারলি’ নিহত হন। যার প্রধান করান ছিল উত্তাল আবহাওয়ায় বাতাসের অতী মাত্রার বেগ থাকায় সে তার বেলুনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি। একত্রে বেলুন গুলো বিস্ফোরিত হয়ে প্রাণ হারান কারলি।

মার্গার বলেন আমার একবারের জন্যও মনে হয়নি কতটা উচ্চতায় গিয়ে আমার বেলুন গুলো বিস্ফোরিত হবে। কিংবা অতিরিক্ত সূর্যের আলোয় বেলুনের কি অবস্থা হবে।