খােলা বাজার২৪। সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭: বাংলাদেশ আওয়ামী-লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন সোহ্রাওয়ার্দী উদ্যানে বেগম খালেদা জিয়া মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করেছেন। সোমবার কুষ্টিয়া কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হানিফ বলেন, খালেদা জিয়াই এদেশের প্রতিহিংসা রাজনীতির প্রবর্তক। তিনি আরো বলেন এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল। এ কারণে তারা ইভিএম পদ্ধতি চায় না। সূত্র : চ্যানেল ২৪