Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭: পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, সুষমা স্বরাজের এই সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মোদি সরকারের আমলে তিস্তা চুক্তি সম্পন্ন হবে তার কাজ চলছে।

রোববার রাতে মিথিলা ফারজানার সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, সুষমা স্বরাজের এই সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ভারতের মোদি সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে নরেন্দ্র মোদি বলেছিল। সেই কথারই পুনরাবৃত্তি হলো সুষমা স্বরাজের এই সফরে আবার। এটা নিয়ে তারা কাজ শুরু করেছে। তিস্তার পানি বণ্টন চুক্তি পরবর্তী দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে হবে। তারিখ এখনও ঠিক হয়নি।