খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০১৭: বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির বলেন, নির্বাচনে লেভেল প্ল্যায়িং ফিল্ড বলতে যেটা বুঝি সেটা হল রাজনীতিক দলগুলোর মাঝে সমান সুযোগ তৈরি করা। শুধু আমাদের দেশের জনগণকে ভোটার হিসেবে কনসিডার করা। আমাদের দেশের ভোটার তালিকার ৫০% নারী । সেই নারী ভোটারদের জন্য লেভেল প্ল্যায়িং ফিল্ড আছে কিনা। আজকে আমরা সেটাই নির্বাচন কমিশনাররের কাছে জানতে চেয়েছি।
মিথিলা ফারজানা’র সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন।
রোকেয়া কবির বলেন, একজন নারী প্রার্থী হতে চাইলে প্রথমত তাকে অর্থনীতিকভাবে শক্তিশালী হতে হবে। তাছাড়া নারীর সহায়ক পরিবেশ। কোনটাই তাদের থাকে না। এগুলোতে তারা বৈষ্যমের শিকার হয়। আবার সাংস্কৃতি, ধর্মের নামে তাদের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি করা হয়। তাই নির্বাচনে কখনোই নারীদের জন্য সমান সুযোগ সৃষ্টি হয় না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিক দলগুলোর আগে আমাদের সাথে এ বিষয়ে আলোচনা হওয়ার দরকার ছিলো নির্বাচন কমিশন তা করেন নাই। তাছাড়া আরপিওতে বলা আছে সংবিধান অনুযায়ী প্রত্যেক রাজনীতিক দলে ৩৩শতাংশ নারী থাকবে। কিন্তু অনেক ধর্মীয় দল সেটা চান না। যা কিনা আমাদের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংর্ঘষিক। তাহলে কি করে সেই সব রাজনীতিক দলগুলো নির্বাচন অংশ গ্রহণ করতে পারে।