খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০১৭: মেক-আপ করে তো চেহারাই চেঞ্জ করে ফেলা যায়। তবে, সত্যিকারের রূপ দেখাতে আবিষ্কৃত হলো নতুন একটি অ্যাপ। এই অ্যাপের নাম ‘মেক-অ্যাপ’। এর সাহায্যে আপনি মেক-আপ করা যে কোন মানুষের ছবিকে আসল রূপে দেখতে পাবেন।
মেক-অ্যাপ মূলত একটি ডিজিটাল ফিল্টার। এর সাহায্যে স্ক্রিনে থাকা কোন মানুষের ছবি থেকে মুখের মধ্যে ব্যবহৃত সৌন্দর্য্য বর্ধক ফাউন্ডেশনকে নির্ভুলভাবে মুছে ফেলা যাবে।
নতুন এই অ্যাপটি আবিষ্কার করেছেন অ্যশোট গ্যাব্রিলিয়ানভ নামে এক তরুণ ডেভেলপার। অ্যাপটি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, ‘এই অ্যাপের সাহায্যে আমি এবং আমার বন্ধুরা যে অভিজ্ঞতার সম্মুখ্যীন হয়েছি তা হতাশাব্যঞ্জক। সত্যিকারের রূপ অনেক সময় আশাপ্রদ হয়না।’
সমালোচকদের জবাব দিয়ে তিনি আরও বলেন, ‘এটি মানুষকে হেয় করার জন্য নয়। এটি আম,াদের কোম্পানির একটি পণ্য। বলা যেতে পারে এটি একটি মজার অ্যাপ।
গ্যাব্রিলিয়ানভ অ্যাপটিকে আরও উন্নত করার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক প্রিজমার মতো এই অ্যাপটিও তুমুল জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে