Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২০ নভেম্বর, ২০১৭:ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে (সোমবার/২০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র- প্রথম আলো
দুদকের উপপরিচালক প্রথম আলোকে বলেন, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে পঙ্কজ রায়ের বিরুদ্ধে একটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয়া হচ্ছিলো বলে গতকাল রোববার রাত থেকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে তার বাড়ি ঘিরে রাখে দুদক। পরে দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল আজ সকালে তাকে গ্রেপ্তার করে।

সিলভিয়া ফেরদৌস প্রথম আলোকে বলেন, গতকাল রমনা থানায় তাঁরা পঙ্কজ রায়ের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তারের জন্য গতকাল রাত ১০টায় পঙ্কজ রায়ের বাসায় যান। তিনি দরজা খুলছিলেন না। আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নেওয়া হচ্ছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।