খােলা বাজার২৪। সোমবার, ২০ নভেম্বর, ২০১৭: প্রথমবারের মত বাজারে আসতে যাচ্ছে হিজাব পরা বারবি। মার্কিন অলিম্পিক জয়ী তলোয়ারবিদ ইবতিহাজ মোহাম্মদের সম্মানে হিজাব পরা এই বারবি ডল উন্মচিত করল বারবি ডল নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাটেল ইনক।
প্রতিষ্ঠানটি জানায়, ইবতিহাজ মোহাম্মদকে সম্মাননা দিতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি অসংখ্য নারী শিশুদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে। তারা নিজস্ব সংস্কৃতিকে প্রতিনিধিত্ব হতে দেখবে।
নিজ চেহারার আদলে বারবি ডল তৈরি করায় গর্বিত ইবতিহাজ মোহাম্মদ বলেন, ‘মেয়ে শিশুরা এখন থেকে হিজাব পরা বারবির সাথে খেলাধুলা করতে পারবে।’ ২০১৮ সালের ডলটি বাজারে আসার কথা রয়েছে।
উল্লেখ্য, সাহসী নারীদের সম্মাননা জানাতে বারবির ‘শিরো’ কাজ করে থাকে। এর আগে জিমন্যাস্টিক গ্যাবি ডগলাস এবং ‘সালমা’ খ্যাত নির্মাতা এভা ডুভার্নেয় এ সম্মাননাটি পান। গাল্ফনিউজ