Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০১৭: বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোর পানিতে ভয়াবহ মাত্রার দূষণে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে সংস্থাটি জানায়, ক্যাম্পগুলোয় গৃহস্থালি কাজে যে পানি ব্যবহৃত হচ্ছে, এর ৬২ শতাংশই দূষিত। ফলে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে এবং এতে কয়েকজনের মৃত্যুও হয়েছে বলে সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বিবিসি বাংলার।

মিয়ানমারে সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৬ লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে গত তিন মাসে অন্তত ৩৬ হাজার ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের ৪২ শতাংশের বয়সই ৫ বছরের নিচে।

ইউনিসেফ জানায়, ক্যাম্পের পানিতে যে ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, এতে বোঝা যায় পানিতে মানুষের পয়ঃবর্জ্য মিশছে। মূলত ক্যাম্পের ভেতর এমন অনেক জায়গায় টিউবওয়েল করা হয়েছে। এগুলোর কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। অনেকটি আবার তেমন গভীরও নয়। অন্যদিকে এমনভাবে এগুলো বসানো হয়েছে যে, যেখান থেকে পানি আসছে সেখানেই দূষণের সুযোগ আছে।

ইউনিসেফ জানায়, তারা এখন আন্তর্জাতিক মান নিশ্চিত করে টিউবওয়েল স্থাপনের বিষয়ে কাজ করছেন। এ ছাড়া বাংলাদেশ সরকারের সঙ্গেও তারা একযোগে দূষণ পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। এর পাশাপাশি রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হচ্ছে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট। অন্যদিকে সরবরাহ করা হচ্ছে প্রায় দুই লাখ লিটার পানি। এরই মধ্যে স্থাপন করা হয়েছে প্রায় ৫০০ গভীর নলকূপ।

সূত্র : বিবিসি বাংলা ও আমাদের সময়