Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০১৭:যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কবি আলী রিয়াজের কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান ‘আমি নেই আমার না-থাকা আছে’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আবৃত্তি সংগঠন স্বরশ্রুতি’র আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

“কবিতা নির্মাণ হয় আমাদের অগোচরে” এই প্রতিপাদ্য নিয়ে আবৃত্তি অনুষ্ঠানে কবি আলী রিয়াজের কবিতা আবৃত্তি করেন বাংলাদেশে প্রথিতযসা আবৃত্তি শিল্পী ও স্বরশ্রুতির সদস্যরা। রাজনৈতিক বিশ্লেষক, গবেষক হিসেবে সারা বিশ্বে আলী রিয়াজ পরিচিত হলেও কবি হিসেবে এটাই প্রথম। অনুষ্ঠানে তার প্রথম কাব্যগ্রন্থ ‘আমি নেই আমার না-থাকা আছে’ থেকেই আবৃত্তি করেন শিল্পীরা। কবি নিজের কন্ঠেও আবৃত্তি করেন তার কবিতা।

অনুষ্ঠানে আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী সাঈদ হাসান তুহিন, রফিকুল ইসলাম, মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাহিদুল ইসলাম, মীর মাসরুর জামান রনি, আহসান উল্লাহ্ তমাল, তামান্না তিথি, দেওয়ান সাইদুল হাসান, সেগুফতা ফারহান সেঁজুতি, জোবায়ের মিলন, বাপ্পী আখন্দ, ফাতেমাতুজ জোহরা তিথি, রিয়াজ সেজান প্রমুখ।