খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: সৃজনশীলতা এবং প্রাকৃতিক ক্ষমতা ব্যবহার করে চ্যালেঞ্জিং সমস্যা সমাধান করে নতুন কিছু আবিষ্কারের প্রতিযোগিতার নাম অডেসি অব দি মাইন্ড। আর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশী শিক্ষার্থীদের। বাংলাদেশ ইনোভেশন ফোরাম (বিআইএফ) প্রথমবারের মত আন্তর্জাতিক মানের এই আয়োজন করতে যাচ্ছে।
শনিবার রাজধানীর সফটওয়্যার টেকনোলজি পার্কে বিআইএফ আয়োজনে অডেসি অব দ্য মাইন্ড-বাংলাদেশের প্রথম মত বিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, অডেসি অব দ্য মাইন্ডে মূলত প্রতিযোগিরা নিজেদের সৃজনশীলতা দিয়ে সমস্যার সমাধান করে। পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করে আসছে। প্রথমবারের মতো বাংলাদেশীরাও এতে অংশগ্রহণ করতে পারবে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এর জন্য স্কুল গুলোকে বিআইএফ মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। যেখানে ১ টি টিমে ৭ জন শিক্ষার্থী থাকবে।
বিভিন্ন স্কুল থেকে নেয়া শীর্ষ ৫টি টিম ২০১৮ সালের মে মাসে আমেরিকাতে আইওয়া ষ্টেট ইউনির্ভাসিটিতে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগিদের সাথে অংশগ্রহণ করবে। আমেরিকাতে আয়োজন চলাকালীনসময় টিমের ব্যায়ভার অডেসি অব দি মাইন্ড কর্তৃপক্ষ বহন করবে এবং শুধুমাত্র টিকেট ফেয়ার নিজেদের বহন করতে হবে।
এ বিষয়ে ডেল (আমেরিকা)’র পরিচালক মাহদী-উজ-জামান বলেন, অডেসি অব দ্য মাইন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল প্রবলেম সলভিং প্রোগ্রাম। এটিকে শুরু করার মাধ্যমে আমরা দেশকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। আমাদের ম্যাথ অলিম্পিয়ার্ড, সাইন্স অলিম্পিয়ার্ড রয়েছে, এগুলোতে আমরা সাকসেসফুল। তবে এগুলো এখনও থিওরিটিকাল লেভেলে রয়েছে। আমরা ইনোভেশন-ডিজিটাইজেশন নিয়ে কাজ করছি, এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে।
বিআইএফ প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের বড় একটি জায়গা এটি। বিআইএফ এ প্রোগামের জন্য অফিসিয়াল লাইসেন্স পেয়েছে। আমরা আশা করছি আগামী মার্চের মধ্যেই লোকাল অডিশন করতে পারবো। এবং মে মাসের ১৯ থেকে ২৩ তারিখে এই চ্যাম্পিয়নশীপ হবে। আশা করছি ৫টি টিম আমেরিকার জন্য নমিনেট করতে পারবো।