Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭:  রংপুর বিভাগীয় ব্যুরো চীফ-লাতিফুল সাফি ডায়মন্ডঃ বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠা ক্রিকেট খেলা আজ বিভিন্ন দর্শকের জন্য হুমকি। বাংলাদেশ সহ পাশ্ববর্তী দেশ ভারতে আই,পি,এল জনপ্রিয় হয়ে ওঠার পর বি,পি,এল ক্রিকেট খেলার জয়-পরাজয় নিয়ে চলছে ভিন্ন কৌশলে জুয়া বাজি। প্রতিদিন বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন টিমের নানা মূখী উদ্যোগে শুরু হওয়া এই ক্রিকেট খেলায় চলে লক্ষ লক্ষ টাকার জুয়া বানিজ্য।
এই ধরনের জুয়া বাজির ব্যাপকতা চলছে, বর্তমান সময়ে শুরু হওয়া বি,পি,এল খেলায়। ধরা ছোঁয়ার বাইরে এমন জুয়া বাজির ঘটনায় নিঃস্ব হয়ে যাচ্ছে অসংখ্য ব্যবসায়ী, সাধারন মানুষজন বিশেষ করে উঠতি বয়সের ছাত্ররা।
এই ধরনের জমজমাট জুয়া বাজি দেশের বিভিন্ন স্থান সহ চলছে নীলফামারী জেলার কিশোরগঞ্জে,রংপুর জেলার তারাগঞ্জের বিভিন্ন হাটে-বাজারে, গ্রামে-গ্রামে ছোট ছোট চায়ের দোকানে প্রকাশ্যে। খেলার সময় চায়ের দোকান গুলোকে আর চায়ের দোকান বলে মনে হয় না। মনে হয় বাহিরের দেশের কোন কেসিনো। হই হুল্লরে  সাধারন মানুষ শান্তিতে এক কাপ চা খাওয়ার সুযোগ পায় না।
সরে জমিনে ঘুরে দেখা যায় সবখানেই একই পরিস্থিতি নেই কোন প্রশাসনিক তৎপরতা। তাই এর প্রভাবে নিত্যদিন ঘটছে স্থানীয় ছোট ছোট চুরির ঘটনা-ঝগড়া বিবাদ-বন্ধুত্বের বিভেদ, হতাশার কষ্ট নিয়ে নেশা সহ বিভিন্ন অপরাধ। অনেক ব্যবসায়ী আজকে সর্বস্ব হারিয়ে প্রায় নিঃস্ব। ভিন্ন কৌশলের এই জুয়ার জন্য বেড়েছে বড় বড় চুরি, ডাকাতি, ছিনতাই, বাবা মায়ের সম্পত্তির নানান ক্ষতি সহ পারিবারিক অশান্তি। প্রশাসনিক ভাবে জোড়ালো তৎপরতা ও স্থানীয় চেয়ারম্যান-মেম্বার, পৌর বা সিটি মেয়র সহ সচেতন সূধীজনের সার্বিক সহযোগীতার মাধ্যমে নিত্য দিনের ভিন্ন ও সু-কৌশল ভাবে চলতে থাকা এই জুয়া বাজি বন্ধ করা সম্ভব বলে মনে করেন উপস্থিত বিভিন্ন জন ও স্থানীয়রা।
অনুসন্ধানী এই সংবাদ আজকাল কারও অজানা বিষয় নয়। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন পূর্বক নিবেদন উল্লেক্ষিত সংবাদের স্বচ্ছতা ও অপরাধ দমনে জাতীয় চিন্তার সুফল হিসাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহ্বান।